ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজালালে প্লেনের কার্গো হলে ১৪ কেজি স্বর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
শাহজালালে প্লেনের কার্গো হলে ১৪ কেজি স্বর্ণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ ফাইল ফটো

ঢাকা: হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি প্লেনের কার্গো হল থেকে ১৪ কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও শুল্ক বিভাগ।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।



শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার মো. জিয়া উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি ফ্লাইট (নম্বর-বিজি ০৪৮) বিকেল ৩টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই প্লেনের কার্গো হলে অভিযান চালানো হয়। সেখানে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় ১২০টি সোনার বার জব্দ করা হয়। এসব বারের ওজন প্রায় ১৪ কেজি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫, আপডেট ১৬২১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।