ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নাটোর: নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মো. মুক্তার হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার মো. মোমিন উদ্দিন বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

নিহত মোক্তার হোসেন দিনাজপুর জেলার বিরল থানার নরোত্তম গ্রামের শাহের মোহাম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তার হোসেন দিনাজপুর থেকে বাংলাবান্ধা ট্রেনে করে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি মাধনগরে স্টেশনে বিরতি দিলে পানি নেওয়ার জন্য ট্রেন থেকে নিচে নামেন তিনি। এসময় অসাবধানতাবশত ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।