ঢাকা: বহুল আলোচিত রানা প্লাজা ধস মামলায় গ্রেফতার ইঞ্জিনিয়ার রফিকুল হাসানের জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে গঠিত চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে এ জামিন আদেশ দেন।
আদালতে রফিকুল হাসানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলালউদ্দীন মোল্লা এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি মাসুদ হাসান চৌধুরী।
২০১৩ সালের ১৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর ইমারত নির্মাণ আইনে করা মামলায় ওই বছরের ২৯ মে গ্রেফতার হন ইঞ্জিনিয়ার রফিকুল হাসান। আপিল বিভাগ ২০১৪ সালের ১৫ জুলাই তাকে জামিন দেন।
জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে লিভ টু আপিল শুনানি শেষে আপিল বিভাগ এ জামিন আদেশ বহাল রাখেন।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫