ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরিবহন খাতে পর্যাপ্ত নিরাপত্তার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
পরিবহন খাতে পর্যাপ্ত নিরাপত্তার দাবি ছবি: রেহানা / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পরিবহন খাতে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের প্রতি  দাবি জানিয়েছেন সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক খন্দকার এনায়েতুল্লাহ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবরোধে নৈরাজ্যের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান।



এনায়েতুল্লাহ বলেন, সরকারের নিরাপত্তার আশ্বাসের ভিত্তিতে হরতাল-অবরোধে আমরা রাস্তায় গাড়ি নামানো অব্যাহত রেখেছি। কিন্তু  সরকারের পক্ষ থেকে যতটুকু নিরাপত্তা দেওয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়। নির্বিঘ্নে গাড়ি চালানোর জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো উচিত।  

তিনি আরো বলেন, অবরোধকারীরা অবরোধ ডেকে তাদের  নিজেদের কল-কারখানা খোলা রাখছে, গাড়ি চালাচ্ছে। তাদের কোনো ক্ষতি হচ্ছে না। কারণ অবরোধকারীদের  টার্গেট হচ্ছে সাধারণ মানুষের পরিবহন, পণ্য, যাত্রীবাহী গাড়ি।

অবরোধে গণপরিবহন মালিক-শ্রমিকদের ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, গত ৪ জানুয়ারি থেকে এ পর্যন্ত শুধু পরিবহন খাতে নাশকতায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। একদিন গাড়ি বন্ধ থাকলে ৩শ’ কোটি টাকার ক্ষতি হয়। এ পর্যন্ত ৭০টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ৩৫০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় ১৪ জন শ্রমিক মারা গেছেন।  

সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে জিপিও মোড়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।