ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতীয় জাদুঘরে কবিগানের আসর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
জাতীয় জাদুঘরে কবিগানের আসর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে চলছে ‘বাংলদেশের পালাগান : রূপ ও বৈশিষ্ট্য’ শীর্ষক আলোচনা ও কবিগান।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়।



কবিগানে গুরুর ভূমিকায় আছেন সুফি সাধক সাইদুর রহমান বয়াতি। তার প্রতিদ্বন্দ্বী আবুল বাসার আব্বাসী। এছাড়াও দু’জনের সহশিল্পী হিসেবে মঞ্চে আছেন আব্দুল মতিন, আব্দুল আলিম, আব্দুর রহমান, আব্দুল জলিল, উকিল উদ্দিন ও নুরে আলম।

তাদের গানের বিষয় শিব ও নারদ। কবিগানে শিব সাইদুর রহমান বয়াতিকে নারদ হয়ে প্রশ্ন করবেন আবুল বাসার আব্বাসী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি গীতিকার ও সুরকার এম আজিজুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীসহ অন্যরা।

অনুষ্ঠান সঞ্চালনা করছেন আহমাদ মাযহার।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এমআইকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।