ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

ভোলায় কাউন্সিলর পদে ১৬ আপিল নামঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
ভোলায় কাউন্সিলর পদে ১৬ আপিল নামঞ্জুর

ভোলা: ভোলা সদর পৌরসভায় প্রার্থীদের আপিল শুনানির রায় দেওয়া হয়েছে। এতে প্রার্থীদের ছয়টি আপিল মঞ্জুর ও ১৬টি নামঞ্জুর হয়েছে।

  
 
শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল হক এ রায় ঘোষণা করেন।
 
এর আগে, বুধবার বিকেলে প্রার্থিতা বৈধ অথবা বাতিলের দাবিতে ভোলা পৌরসভায় ২২টি আপিল করা হয়।
 
৪ নং ওয়ার্ডের  কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন তার প্রার্থিতা বৈধ করার দাবিতে আপিল করলে তা মঞ্জুর হয়। একই ওয়ার্ডে অপর প্রার্থী রুহুল আমিনের প্রার্থিতা বাতিল হয়।
 
৩ নং ওয়ার্ডের  কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন লিংকন ও বিলকিস জাহান মুনমুন একে অপরের বিরুদ্ধে অভিযোগ দেন। এতে মুনমুনের মনোনয়নপত্র বাতিল বহাল রয়েছে।
  
৭ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জাফর উদ্দিন ছোটনের আপিল নামঞ্জুর হয়েছে। ৯ নং ওয়ার্ডে কাদেরী কিবরিয়া রিপনের আপিল নামঞ্জুর করা হয়। ৫ নং ওয়ার্ডে বশির আহমেদ হাওলাদারের আপিল নামঞ্জুর করা হয়।
 
৬ নং ওয়ার্ডে ওমর ফারুক ও আব্দুর রব একে অপরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে আবেদন করলে ওমর ফারুকের আবেদন মঞ্জুর হয়।
 
২ নং ওয়ার্ডে বিলকিস জাহান একই ওয়ার্ডের প্রার্থী সালাউদ্দিন লিংকনের বিরুদ্ধে আপিল করলে তার আপিল নামঞ্জুর হয়।  
 
এছাড়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে রাজিয়া সুলতানা, সামসুন নাহার, নাজনিন আক্তার রুমা, জোসনা বেগম, নাছিমা বেগম, বিলকিস জাহান আপিল করেন। এরমধ্যে সামসুর নাহার, জোসনা ইয়াসমিন, নাহিদ আখতার, মিতা দাস ও সামছুন্নাহার বেগমের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। তবে দৌলতখান পৌরসভার প্রার্থীদের আপিল শুনানি হলেও রায় হয়নি।
 
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে কেউ কেউ  পুনরায় উচ্চ আদালতে আপিল করবেন বলে জেলা নির্বাচন অফিস জানিয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।