ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে মোটর সাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের সদস্য আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
পার্বতীপুরে মোটর সাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের সদস্য আটক

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে চোরাই মোটর সাইকেলসহ রবিউল ইসলাম বাটুল (৩৫) নামে আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের চান্দাপাড়া মোড় থেকে তাকে মোটর সাইকেলসহ আটক করে পার্বতীপুর মডেল থানা পুলিশ।



বাটুল দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের তছিরতের ছেলে।

পার্বতীপুর মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরির্দশক রেজাউল করিম (এসআই) রাতে বাংলানিউজকে জানান, সন্ধ্যায় পার্বতীপুর-ফুলবাড়ী সড়ক দিয়ে বাটুল রেজিস্টেশনবিহীন একটি মোটর সাইকেল নিয়ে পার্বতীপুর শহরের দিকে আসছিল।

পথে হাবড়া বাজারের কাছে টহলরত একদল পুলিশ তাকে থামার জন্য সংকেত দিলে সে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পুলিশের সন্দেহ হয়। পরে ধাওয়া করে চান্দাপাড়া মোড়ে স্থানীয় জনতার সহায়তায় মোটর সাইকেলসহ তাকে আটক করা হয়।

বাটুল একজন চোর। তার বিরুদ্ধে দিনাজপুর জেলার খানসামা, বিরল, ফুলবাড়ী ও নীলফামারী জেলার বিভিন্ন থানায় মোটর সাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫টি মামলা রয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।