ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়া-ধুনট সড়কে যানবাহন চলাচল বন্ধ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
বগুড়া-ধুনট সড়কে যানবাহন চলাচল বন্ধ

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট-শেরপুর পাকা সড়কের মাঠপাড়া গ্রামে গাড়ামারা খালের ওপর বেইলি সেতুর একটি পাটাতন দেবে যাওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (২০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ক্ষতিগ্রস্ত সেতুর একটি পাটাতন দেবে যাওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।



ফলে বগুড়ার সঙ্গে ধুনট, সোনাহাটা, মথুরাপুর, জোড়শিমুল, গোসাইবাড়ি, ঠেকুরিয়া ও কাজিপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিঘিœত হচ্ছে।

তবে রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহন দেবে যাওয়া পাটাতনের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।

স্থানীয়রা জানান, সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে ১৯৯২ সালে বগুড়ার ধুনট-শেরপুর পাকা সড়কের মাঠপাড়া গ্রামে একটি খালের ওপর ৬২ মিটার দৈর্ঘ্যের বেইলি সেতুটি নির্মাণ করা হয়।

নির্মাণের পর থেকে সেতুর উপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ভারী যানবাহন পারাপার করে। এতে ট্রানজাম ও স্টিল টেকিং (পাটাতন) নষ্ট হয়ে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সেতুটি দ্রুত মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে বলা হয়েছে।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, বেইলি সেতু তৈরির সরঞ্জামাদি দেশের বাইরে থেকে আমদানি করা হতো। কিন্ত বর্তমানে সেতুর সরঞ্জামাদি আমদানি বন্ধ থাকায় নতুন পাটাতন পাওয়া যাচ্ছে না।

তিনি আরো জানান, পুরাতন পাটাতন ব্যবহার করে সেতুটি বারবার মেরামত করা হয়। এবারও পুরাতন পাটাতন দিয়ে মেরামত কাজ দুই এক দিনের মধ্যে শুরু করা হবে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।