ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশিদের ওমরা ভিসার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
বাংলাদেশিদের ওমরা ভিসার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশিদের জন্য ওমরা ভিসার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার।

রয়েল অ্যাম্বাসি অব সৌদি আরব এক চিঠিতে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে।



সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, মানবপাচারের অভিযোগ পেয়ে মন্ত্রণালয় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর সৌদি সরকার বাংলাদেশিদের ভিসা উন্মুক্ত করে দিয়েছে।

তিনি বলেন, আমাদের কাছে ২০ ডিসেম্বরের (ইস্যু করা) একটি চিঠি এসেছে। অবশ্য তার আগেই দেশটির সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়।

সৌদি আরবে বিগত সময় ওমরাহ করতে গিয়ে ১১ হাজার ৪৮৫ জন বাংলাদেশি ফেরত আসেননি। এরপর সৌদি আরব বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করে দেয় চলতি বছরের শুরুর দিকে।

এ ঘটনার পর বাংলাদেশ সরকার ওমরা এজন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

গত ১৯ নভেম্বর ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সংবাদ সম্মেলন করে জানান, ১১ হাজার ৪৮৫ জন ওমরা করতে গিয়ে ফেরত আসেননি। ওমরায় পাঠানো ১০৪ এজেন্সির বিরুদ্ধে আমরা তদন্ত শুরু করি। এর মধ্যে ৯৪টির লাইসেন্স বাতিলসহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া এসব এজেন্সির বিরুদ্ধে অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হয়।

বাংলাদেশের পক্ষে ওমরা ভিসা চালুর দাবির প্রেক্ষিতে সৌদি আরবের প্রস্তাবনা ছিল প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শাস্তি দিতে হবে অভিযুক্তদের।

এদিকে, এ বছরের আগস্টে জেদ্দায় এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের অনুরোধে সাড়া দিয়ে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নিজার বিন ওবায়েদ মাদানী বলেন, হজ মৌসুমের পরই বাংলাদেশিরা ওমরা ভিসা পাবেন। একই সঙ্গে সৌদির বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে জনবল নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫/ আপডেট ১৭১০, ১৭৫৬
এসএমএ/এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।