ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুরান ঢাকায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
পুরান ঢাকায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে ভবন থেকে পড়ে আবুল কাশেম (৩৫) নামে আরও এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে নবাবপুর টাওয়ার সংলগ্ন একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।



এর আগে শেরে বাংলা নগরে একটি নির্মাণাধীন ভবন থেকে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

নিহত কাশেমের সহকর্মী লিটন বাংলানিউজকে জানান, ওই নির্মাণাধীন ১০তলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে যান কাশেম।

তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত কাশেমের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান ফাঁড়ির এএসআই সেন্টু।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এমএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।