ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানবপাচার রোধে আইনের প্রয়োগ দরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
মানবপাচার রোধে আইনের প্রয়োগ দরকার

নারায়ণগঞ্জ: মানবপাচার প্রতিরোধ আইনের যথাযথ প্রয়োগ দরকার বলে জানিয়েছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহেন্সমেন্ট প্রোগ্রাম (সিপ)।

সোমবার (২১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংস্থাটি।


 
সিপের পক্ষ থেকে ‍জানানো হয়, ২০০১ সালে ৭,৯০৪টি মানবপাচার সম্পর্কিত অপরাধের ঘটনা ঘটেছে। পরবর্তী নয় বছরে এ ধরনের ঘটনা বেড়ে ২০১০ সালে ১১,৮৭৬ এ দাঁড়িয়েছে।

সিপ আরও জানায়, নারায়ণগঞ্জ থেকে প্রায়ই শিশু পাচার ও পাচার হওয়া শিশু উদ্ধার হওয়ার ঘটনা শোনা যায়। কিন্তু নারায়ণগঞ্জের কোনো সংস্থার কাছে জেলার শিশু পাচার বিষয়ক কোনো পরিসংখ্যান নেই। জেলায় শিশু পাচার রোধে এ সংক্রান্ত সরকারি মনিটরিং থাকা দরকার। একইসঙ্গে মানবপাচার প্রতিরোধ আইনের যথাযথ প্রয়োগ থাকা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, সিপ’র পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) মোহাম্মদ জাহিদ হোসেন, রিজিওনাল ম্যানেজার ফরিদা ইয়াসমিন, প্রকল্প সমন্বয়কারী মহসিন উদ্দিন সুমন, মনিরুজ্জমান মুকুল প্রমুখ।

বক্তারা বলেন, ইভটিজিং প্রতিরোধে নারায়ণগঞ্জসহ সারাদেশের প্রশাসন বর্তমানে অত্যন্ত সক্রিয়। মানুষের মধ্যেও এ বিষয়ে সচেতনতা দেখা যাচ্ছে। মিডিয়া এগিয়ে এলে একইভাবে শিশুপাচার প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরি সম্ভব।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
রাকিব/ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।