ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

একনেকে ৭৫৯ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
একনেকে ৭৫৯ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ছবি: ফাইল ফটো

ঢাকা: ৭৫৯ কোটি ১২ লাখ টাকার পাঁচটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
 
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৭৫৯ কোটি ১২ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল (জিওবি) থেকে দেওয়া হবে ৭২৬ কোটি ৭২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩২ কোটি ৪০ লাখ টাকা।
 
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান।
 
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১৩৯ কোটি টাকা ব্যয়ে ‘ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে ঢাকা নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ভূমি সংক্রান্ত কার্যালয়গুলো একটি ভবনে নিয়ে এসে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ প্রতিষ্ঠার মাধ্যমে ভূমি প্রশাসন ব্যবস্থাপনার উন্নয়ন করা হবে। প্রকল্পটি ভূমি অধিদফতর প্রাঙ্গনে বাস্তবায়িত হবে। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর।
 
 ১২৭ কোটি টাকা ব্যয়ে  ‘ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। ২৩১ কোটি  ৬৭ লাখ টাকা ব্যয়ে ‘অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে ১৭২ কোটি টাকা ব্যয়ে ‘কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের জন্য রবার ড্যাম নির্মাণ’ প্রকল্প।
 
বৈঠকে ৮৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন (৩য় পযায়)’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ৮২ হাজার ৫০০ জন নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে সহায়তা করা হবে। দেশের ৭টি বিভাগের ২৬ জেলার ৩৩টি উপজেলার ৩০টি কেন্দ্রের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন করা হবে। বিউটি পার্লার ও সেলাই মেশিন প্রশিক্ষণসহ প্রশিক্ষণপ্রাপ্তদের ডাটা ব্যাংক স্থাপন করা হবে।
 
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এমআইএস/এএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।