ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে বাসের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
মিরপুরে বাসের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুর-১৩ নম্বরে বাসের ধাক্কায় জাহানারা বেগম (৪২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মিরপুর-১৩ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সামনে এ দুর্ঘটনা ঘটে।



নিহতের ভাতিজা জাহাঙ্গীর আলম জানান, মিরপুরে-১৩ নম্বরে অবস্থিত একটি পোশাক কারখানায় তিনি কাজ করতেন। বিআরটিএ'র সামনে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

ঢামেক পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এজেডএস/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।