ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৌদিতে হাতাহাতির জেরে নবীনগরে সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
সৌদিতে হাতাহাতির জেরে নবীনগরে সংঘর্ষে নিহত ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: সৌদি আরব প্রবাসী দুই যুবকের মধ্যে অর্থ লেনদেনকে কেন্দ্র করে হাতাহাতির জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু’পক্ষের সংঘর্ষে গোলাম কবির (৪৫) নামে একজন নিহত  হয়েছেন। এ সংঘর্ষে অন্তত আহত হয়েছেন ৩০ জন।



শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্ব ইউনিয়নের মোহল্লা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মোহল্লা গ্রামের সৌদি আরব প্রবাসী  কামাল ও খলিলের মধ্যে অর্থ লেনদেনকে কেন্দ্র করে বুধবার (২৩ ডিসেম্বর) রিয়াদে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে শুক্রবার দুপুরে মোহল্লা গ্রামের মতি মিয়া মেম্বার ও ওবায়দুল মেম্বরের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গোলাম কবির নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়।

আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।