ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন ছবি: প্রতীকী

নোয়াখালী: জমি নিয়ে বিরোধের জের ধরে নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভাইয়ের হাতে  আব্দুল মতিন (৩৪) নামে এক যুবক খুন হয়েছেন।  
 
শনিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের জিরুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

  

নিহত আব্দুল মতিন ডুমুরিয়া ইউনিয়নের জিরুয়া গ্রামের পাটওয়ারী বাড়ির কলিম উল্লাহর ছেলে।  
 
স্থানীয়রা জানায়, জিরুয়া গ্রামে বড় ভাই আব্দুল লতিফের সঙ্গে ছোট ভাই আব্দুল মতিনের দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিকেলে মতিন গোসল করতে পুকুরে আসেন। এ সময় তার বড় ভাই লতিফ সেখানে গোসল করতে এলে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
 
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লতিফ মতিনকে ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় ও মুখে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন মতিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন উদ্দিন বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫        
এমজেড   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।