ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে ৪ তক্ষক পাচারকারী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
নাজিরপুরে ৪ তক্ষক পাচারকারী কারাগারে ছবি : প্রতীকী

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় তক্ষক পাচারকারী সন্দেহে আটক চার ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
 
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে, শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার বাঘাজোড়া গ্রামের হায়দার আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
 
পুলিশ জানায়, শুক্রবার রাতে বাঘাজোড়া গ্রামে তক্ষক কেনাবেচার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় বাগেরহাটের রামপাল উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের ফারুক ফরাজী (৩০), কাইলাবাগা গ্রামের মাইনুল হোসেন (২৮), ঢাকার লালবাগ এলাকার প্রিন্স (২৭) ও  সবুজবাগের ইউনুসকে (৩২) আটক করা হয়। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।  
 
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বাংলানিউজকে বলেন, এ ঘটনায় শনিবার সকালে সাত জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫        
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।