ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু ছবি : প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মফিজ ( ২৫ ) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের বইল্ল্যাপাড়ায় মেম্বার নুরুল হক ভুট্টোর বাড়িতে এ ঘটনা ঘটে।



নিহত মফিজ শহরের পেশকার পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে।

মফিজের সহকর্মী লিটন বাংলানিউজকে জানান, মফিজ রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার খুরুশ্কুল ৪ নম্বর ওয়ার্ডের ভুট্টোর বাড়ির ছাদে কাজ করছিল।   হঠাৎ ওই বাড়ির বিদ্যুতের তার ছিঁড়ে শরীরে পড়লে তাৎক্ষণিকভাবে  উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক নোবেল কুমার বড়‍ুয়া বাংলানিউজকে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মফিজের মৃত্যু হয়। মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

বাড়ির মালিক নুরুল হক ভুট্টো বাংলানিউজকে জানান, তার বাড়ির নির্মাণ শ্রমিক কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে তিনি জানেন না।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন খান বাংলানিউজকে বলেন, নির্মাণ শ্রমিকের মৃত্যু বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।