ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিক উৎস হত্যার প্রতিবাদে হাতীবান্ধায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
সাংবাদিক উৎস হত্যার প্রতিবাদে হাতীবান্ধায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মশিউর রহমান ওরফে উৎস রহমানের হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে লালমনিরহাটের হাতীবান্ধা প্রেসক্লাব।
 
রোববার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দুলাল, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, আজকাল খবরের রবিউল ইসলাম রবি, দ্যা রিপোর্টারের জেলা প্রতিনিধি হাসান মাহামুদ, জাগো নিউজের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, নিউজ বাংলাদেশ ও উত্তরবাংলার জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপনসহ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের ছাত্র রোমানুজ্জামান রোমান।

বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে অফিস শেষে বাসা যাওয়ার পথে দুর্বৃত্তরা সাংবাদিক উৎস রহমানকে কুপিয়ে হত্যা করে। পরদিন সকালে রংপুর শহরের ধান গবেষণা কেন্দ্র এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।