ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিম্নমানের খাবার পরিবেশনে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
নিম্নমানের খাবার পরিবেশনে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ: পচা, বাসি ও নিম্নমানের খাবার পরিবেশন করায় নারায়ণগঞ্জ শহরের তিনটি ফাস্টফুড দোকানকে জরিমানা করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা আফসানা চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা প্রদান করেন।



ম্যাজিস্ট্রেট ফারহানা আফসানা চৌধুরী বাংলানিউজকে বলেন, শহরের চাষাঢ়ায় লুৎফা টাওয়ারের নিচে ক্যাবওয়েকে ৮ হাজার, বঙ্গবন্ধু সড়কের ব্যাংকোয়েট রেস্টুরেন্টকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া একই সড়কের চাষাঢ়ায় ফেয়ারলি প্লেস নামের অপর একটি ফাস্টফুড দোকানকে ৮ হাজার টাকা জরিমারা করা হয়। অভিযানের সময় এসব দোকানে খাবারের মান পরীক্ষা করে নিম্নমান পাওয়া যায়। এছাড়া খাবারের মধ্যে তেলাপোকাও দেখা গেছে।
 
আফসানা চৌধুরী আরো জানান, তিনটি দোকানকেই মৌখিকভাবেও সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে ফের কোনো ধরনের ভেজাল পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।