ঢাকা, বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

বিদ্যালয়ের বর্ষপূর্তির খাবার খেয়ে নারীর মৃত্যু, অসুস্থ ৫০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
বিদ্যালয়ের বর্ষপূর্তির খাবার খেয়ে নারীর মৃত্যু, অসুস্থ ৫০

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের খাবার খেয়ে আফিয়া বেগম (৩০) নামে এক নারী মারা গেছেন। একই খাবার খেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকসহ অর্ধশত জন অসুস্থ হয়ে পড়েছেন, দাবি এলাকাবাসীর।



আফিয়া বেগম সোমবার (২৮ ডিসেম্বর) রাতে বাড়িতে অসুস্থ অবস্থায় মারা যান।

এলাকাবাসী জানান, শনিবার রাতে কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে একটি হোটেল থেকে কেনা বিরিয়ানি বিতরণ করা হয়। অনেকেই বিরিয়ানির প্যাকেট বাড়িতে নিয়ে যান। এ খাবার খেয়ে সোমবার রাতে আফিয়া বেগমের মৃত্যু হয় এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন ক্লিনিকে প্রায় ৫০ জন ভর্তি রয়েছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বুলবুল আহমেদ বাংলানিউজকে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থী-অভিভাবকসহ ৩০ জন অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছে।

তিনি আরও জানান, খাবার খাওয়ার একদিনের পরেও ফুডপয়জনিং হতে পারে।

বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।