ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢামেক সংলগ্ন সড়কে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
ঢামেক সংলগ্ন সড়কে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সংলগ্ন রাস্তার আশেপাশের প্রায় শতাধিক ‍অবৈধ স্থাপনা ‍উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

ঢামেক হাসপাতালের বর্হিবিভাগ ও জরুরী বিভাগ সংলগ্ন সড়কসহ আশেপাশের এলাকায় এ অভিযান শেষ খবর পাওয়া পর্যন্ত চলছিল।

অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস সোয়েব বাংলানিউজকে জানান, মেয়রের নির্দেশে এ অভিযান চলছে। সড়কের দু’পাশের অবৈধ দোকান ছাড়াও ফুটপাতগুলোতে আওয়ামী লীগের অংঙ্গসংগঠনের কয়েকটি অবৈধ স্থাপনা ছিল। সেগুলোও উচ্ছেদে তাৎক্ষনিক নির্দেশনা দেওয়া হয়। পরে বুলডোজার দিয়ে সবগুলো স্থাপনা উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১৫
এজেডএস/জেডএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।