ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে বধ্যভূমির পুকুর সংরক্ষণের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, ডিসেম্বর ২৯, ২০১৫
বরিশালে বধ্যভূমির পুকুর সংরক্ষণের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমি সংরক্ষণ, বধ্যভূমি সংলগ্ন পুকুর ভরাট বন্ধ ও পরিত্যক্ত  ত্রিশ গোডাউন এলাকায় সাইলো নির্মাণের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় বরিশাল বধ্যভূমি রক্ষা কমিটি নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ সমাবেশের আয়োজন করে।



পুকুর রক্ষা কমিটির আহ্বায়ক অ্যাড. মানবেন্দ্রের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বীর প্রতীক রতন শরীফ, হাবিবুর রহমান, মহিউদ্দিন মানিক, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, শিক্ষক নেতা মজিবর রহমান, গণফোরামের জেলা সভাপতি অ্যাড. হিরন কুমার দাশ মিঠু, আনোয়ার জাহিদ, বরিশাল মহিলা পরিষদ নেত্রী সুরুচি কর্মকার ও নিলিমা জাহান।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।