ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পেট্রোলবোমায় দগ্ধ নিরঞ্জনকে সোনালী ব্যাংকের সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
পেট্রোলবোমায় দগ্ধ নিরঞ্জনকে সোনালী ব্যাংকের সহায়তা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজার সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখার উদ্যোগে পেট্রোলবোমায় দগ্ধ নিরঞ্জন সিংহকে (৩০) ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার শহরের প্রিন্সিপাল অফিসে তাকে এ সহায়তা দেওয়া হয়।



নিরঞ্জন সিংহ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উওরবানু বিল গ্রামের বাসিন্দা।

চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারের ম্যানেজার মো. ছায়েদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীসহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা।

২০১৫ সালের ২২ জানুয়ারি রাতে হরতালের সময় তার ট্রাকে পেট্রোল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে নিরঞ্জন দগ্ধ হয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।