ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদী থেকে সেরাজুল ইসলাম

মাধবদীর একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মাধবদীর একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

নরসিংদী থেকে: নরসিংদী জেলার মাধবদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলহাজ ফজলুল করিম কিন্ডারগার্টেন কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে ভোটগ্রহণ শুরুর পর নির্বাচন কর্মকর্তাদের কক্ষে একদল লোক ঢুকে জোর করে ব্যালট পেপার নিয়ে যায়।



ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।

এ ঘটনার পর ওই কেন্দ্র ভোটগ্রহণ বর্তমানে স্থগিত রাখা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, হামলাকারী আমাকে এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মারধরও করেছেন।

এসময় বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী হাজি মোহাম্মদ ইলিয়াসের পোলিং এজেন্ট আবু তাহের বলেন, আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী হাজি মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান মানিকের লোকজন সকাল সাড়ে নয়টায় দিকে নির্বাচনী রুমে ঢুকে আমাদের ওপর হামলা চালায়। এসময় তারা ব্যালট পেপারও ছিনতাই করে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ইএস/ইউএম/এএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।