ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পৌরসভা নির্বাচনের ২৪ ঘণ্টা

ক্যাপশন স্টোরি: দেলোয়ার হোসেন বাদল, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
পৌরসভা নির্বাচনের  ২৪ ঘণ্টা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশের ২৩৪ পৌরসভায় বুধবার (৩০ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ।

জেলায় জেলায় পৌরসভা নির্বাচনের ছবি সংগ্রহে ব্যস্ত বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র একঝাঁক ফটোসাংবাদিক।

তাদের পাঠানো ছবিতে আজকের আয়োজন।

পৌরসভা নির্বাচনের দিনে শীতের সকালে আড়মোড়া ভেঙে ভোটাররা ছুটছেন কেন্দ্রের দিকে।

পৌরসভা নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা।

নির্বাচনে ঘিরে গাইবান্ধা পৌরসভায় উৎসবের আমেজ।

পৌরসভা নির্বাচনে ভোট দিতে আসছেন বৃদ্ধরাও।

চট্টগ্রামের সীতাকুণ্ড মহিলা বালিকা বিদ্যালয় ও কলেজ ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণের চিত্র।

নৌকা ও রিকশায় চড়ে ভোট দিতে ‍আসেন ভোটাররা।

নাটোরের সিংড়া পৌরসভায় বাবা-চাচা-নানী-দাদীদের সঙ্গে ভোটকেন্দ্রে এসে ‘নির্বাচনী উৎসব’ দেখছে শিশুরাও।

গাইবান্ধা পৌরসভা নির্বাচনে হুইল চেয়ারে করে ভোট দিতে আসেন ১০৪ বছর বয়সী হাজী মোজাম্মেল। ভোট দেওয়ার পর তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

পৌর নির্বাচনে ভোট দিতে আসা নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পৌর নির্বাচনে চট্টগ্রামের সীতাকুণ্ড মহিলা বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্র দখলের চেষ্টা হলে প্রতিহত করে পুলিশ।

সারাদেশের ২৩৪টি পৌরসভার নির্ব‍াচনের ভোট গ্রহণ শেষে ভোট গণনার মুহূর্ত।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।