ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

বছরের শেষ সূর্যকে বিদায়

শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
বছরের শেষ সূর্যকে বিদায় ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে: হাতে হাত রেখে, দু’হাত নেড়ে, বছরের শেষ আলোকআভায় অপলক চোখে বিদায় জানানো হলো ২০১৫ সালকে। কক্সবাজার সৈকতে সব বয়সী মানুষ তাদের নিজস্ব উদযাপনভঙ্গিতে বিদায়বেলা উপভোগ করলো।



বাদ গেলো না সার্ফিংবোডে বুক রেখে রক্তিম জলরাশিতে এগিয়ে যাওয়া-ফিরে আসা কিংবা ছোট্ট শিশুর সৈকতে পা ভিজিয়ে ছুটে চলা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার সমুদ্রসৈকতে হাজারো উৎসবপ্রেমী ২০১৫ সালকে বিদায় জানান। এখন তাদের প্রস্তুতি নতুন বছরকে স্বাগতম জানানোর।

বছরের শেষ সূর্যকে বিদায় জানাতে সৈকতজুড়ে জড়ো হয়েছিলো হাজারো মানুষ। কেউ প্রিয়জন, কেউ বন্ধু, কেউ গোটা পরিবার নিয়ে ছিলেন হাজির।

তাদের প্রত্যেকের উদযাপনে ছিলো নিজস্বতা। কেউ প্রিয়জনের হাতে হাত রেখে, কেউ দু’হাত তুলে হাত নেড়ে সূর্যকে বলেন বিদায়।

দুই বছরের এ সন্ধিক্ষণ বিশাল আকাশভূমির বুকে বালুকাময় জলরাশিতে উপভোগ করতে হাজার ‍হাজার মানুষের পদচারণা এখন সৈকতে।

এদিকে পর্যটন করপোরেশন আয়োজিত ভিজিট বাংলাদেশ মেগা বিচ কার্নিভালে আয়োজন করা হয়েছে কনসার্টের। এ কনসার্ট ঘিরে উন্মাদনার শেষ নেই পর্যটকদের।

বছরের শেষ সূর্যকে বিদায় জানাতে আসা শামিয়া ইসলাম বাংলানিউজকে বলেন, সমুদ্রের কোলে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার মজাই আলাদা। এখানে দাঁড়িয়ে সূর্যের শেষ লাল আভাটুকও দেখা যায়। তাছাড়া বছরের শেষ সূর্য, তাই আনন্দটাও আলাদা।

২০১৬ সালকে বরণ করতে এখন কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়। পর্যটক ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে শুক্রবার (১ জানুয়ারি) বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন জাতীয় ঘুড়ি উৎসব উদযাপন করবে। বৃহস্পতিবার এ উৎসব উদ্বোধন করেন অধ্যাপক জাফর ইকবাল।

তবে নিরাপত্তার কারণে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে সন্ধ্যার পর বিচে সব ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার অনুরোধ করেছে। তারপরও চলছে লাইভ কনসার্ট।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।