ঢাকা: পাকিস্তান ছেড়ে যাওয়া কূটনীতিক মৌসুমী রহমান তার নতুন কর্মস্থল পর্তুগালে পৌঁছেছেন।
বৃহস্পতিবার রাতে (পর্তুগালের স্থানীয় সময় বিকেলে) তিনি দেশটির রাজধানী লিসবনে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জানা গেছে, আগামী সপ্তাহ থেকে মৌসুমী রহমান তার নতুন কর্মস্থল লিসবেনর বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর হিসেবে কাজ শুরু করবেন।
এর আগে, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহারের জের ধরে ইসলামাবাদ মঙ্গলবার (০৫ জানুয়ারি) বাংলাদেশি কূটনীতিক মৌসুমী রহমানকে পাকিস্তান থেকে প্রত্যাহার করতে বাংলাদেশ সরকারের প্রতি মৌখিক আহ্বান জানায়। তাই বৃহস্পতিবার বিকেলের মধ্যে তাকে পাকিস্তান ছাড়তে সময় বেঁধে দেয়া হয়। তবে তিনি নির্ধারিত সময়ের আগেই পাকিস্তান ছাড়েন।
পাকিস্তানের আলটিমেটামের বিষয়টি জানার পর দ্রুত সিদ্ধান্তে মৌসুমীকে লিসবেন বদলির অর্ডার ইস্যু করা হয়। সরকারের সেই সিদ্ধান্ত অনুযায়ী লিসবনে পৌঁছেছেন কূটনীতিক মৌসুমি রহমান।
** বাংলাদেশি কূটনীতিককে ফেরত নিতে বলছে পাকিস্তান
বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
জেপি/ওএইচ/