ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতীয় সমাজসেবা দিবসে নীলফামারীতে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
জাতীয় সমাজসেবা দিবসে নীলফামারীতে র‌্যালি

নীলফামারী: জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(০২ জানুয়ারি) সমাজসেবা অধিদপ্তর নীলফামারী উপ-পরিচালকের কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।



সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

‘সমাজ সেবার প্রচেষ্টা, এগিয়ে যাবে দেশটা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুজিবুর রহমান।

সমাজসেবা অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় চেম্বার সভাপতি শফিকুল আলম ডাবলু, অবসরপ্রাপ্ত উপ সচিব আমিনুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল বক্তব্য রাখেন। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।