ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় ভুয়া চিকিৎসক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
পাবনায় ভুয়া চিকিৎসক আটক

পাবনা: পাবনা শহরের ইছামতি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক  সেন্টার থেকে মোস্তফা কামাল (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) দুপুর ২টার দিকে তাকে আটক করেন  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১২ এর একটি দল।



আটক ইব্রাহিম খুলনার আরামঘাটা এলাকার মৃত ইব্রাহিম সরকারের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আব্দুল হাই সরকার বাংলানিউজকে জানান, ইব্রাহিমের নামের আগে-পরে কয়েকটি ডিগ্রি থাকলেও মূলত তিনি একজন ভুয়া চিকিৎসক।  

তবে এ ব্যাপারে ইছামতি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক  সেন্টারের মালিক আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।