ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

চাঁদা নেওয়ার সময় সিলেটে ৬ জনকে গণপিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
চাঁদা নেওয়ার সময় সিলেটে  ৬ জনকে গণপিটুনি

সিলেট: চাঁদাবাজির অভিযোগে সিলেটে ৬জনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শনিবার (০২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে শহরতলীর বালুচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- অনি, কাওছার, নাঈম, সামাদ, শামীম ও আনাস।

স্থানীয়রা জানান, অনি ও মওদুদ আহমদ আকাশ নামে দুই ব্যক্তির নেতৃত্বে ৯ জন শহরতলীর বালুচর এলাকার কয়েকটি দোকানে চাঁদা আদায় করতে যান।

পরে একই এলাকায় অনুষ্ঠিত ভারতীয় তীর খেলা ও জুয়ার আসর থেকে ২/৩ হাজার টাকা করে চাঁদা তুলতে যান তারা।

পরে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের ছয়জন ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, চাঁদাবাজি করতে আসা অনি সিলেট জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও  জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হীরণ মাহমুদ নীপুর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।  

সিলেট মহানগর পুলিশের (এসএমসপি) শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে আসামিদের থানায় আনার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

ওসি বলেন, চাঁদাবাজির অভিযোগ মারধরের শিকার ব্যক্তিরা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এনইউ/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।