ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘না’ শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘না’ শপথ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘না’ শপথ করেছে একটি স্কুলের শতাধিক শিক্ষার্থী।

মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারি ২০১৬ উপলক্ষে রোববার (০৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ হাই স্কুলের সামনে ‍অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ শপথ নেয়।



নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যৌথভাবে এ মাদক বিরোধী কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। এছাড়াও শহরের কালীরবাজার ফ্রেন্ডস মার্কেটের সমানে থেকে ১ নম্বর রেল গেট পর্যন্ত শতাধিক শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।

গ্রিন ফর পিস-এর নির্বাহী পরিচালক আরিফ মিহিরের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ছারোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোখলেসুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি আব্দুল খালেক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ হাই স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক আব্দসু সালাম, প্রধান শিক্ষক কমল কান্তি সাহা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক প্রমুখ।

পাশাপাশি মাদকের কুফল, পরিচিতি ও ভয়াবহতা সম্পর্কে লিফলেট বিতরণ করেন মাদক নিরাময় সংস্থার নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।