ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
ফরিদপুরে দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্তাবধানে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে দরিদ্র মানুষের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে।

যশোর অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ ২০১৫/১৬ এর অনুশীলনের পাশাপাশি দুস্থ ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে রোববার (০৩ জানুয়ারি) দুপুরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।



বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের এডিএমএস কর্নেল মো. জোবায়দুর রহমান ৫ শতাধিক দুস্থ ও দরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্সের মেজর মো. আশরাফুল ইসলাম চৌধুরী, ওয়ারেন্ট অফিসার মো. ফেরদৌস, ওয়ারেন্ট অফিসার জি এম মাহাবুবুর রহমান, ওয়ারেন্ট অফিসার এহসান মাহমুদ, ওয়ারেন্ট অফিসার আতাউর রহমান।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।