ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যোগ্য নাগরিক হওয়ার আহ্বান ভ্যাটিকানের রাষ্ট্রদূতের

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
যোগ্য নাগরিক হওয়ার আহ্বান ভ্যাটিকানের রাষ্ট্রদূতের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): সুশিক্ষিত হয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চ বিশপ জিয়োরজি কোচারি।

এ জন্য তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের যোগ্য করে তুলতে সুশিক্ষার কোনো বিকল্প নেই।



কেচারি বলেন, মানুষের মতো মানুষ হতে হলে, এলাকার শ্রেষ্ঠ কেউ হওয়ার বাসনা থাকলে ও দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাইলে শিক্ষিত হতেই হবে।

রোববার (৩ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছা সেন্ট পলস হাইস্কুলের একটি ছাত্রাবাস ও বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেন্ট পলস ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ইউজিন ই হোমরিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,  উন্নয়ন সংগঠন কারিতাসের ময়মনসিংহ অঞ্চল কর্মকর্তা অপূর্ব রাফায়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ মৃ, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, আদিবাসী ক্লাস্টারের প্রধান অজয় এ মৃ, আদিবাসী নেতা মিহির মার্টিন মৃ, সুলেখা, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।