ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় গাস পাইপের লিকেজ থেকে অগ্নিকাণ্ড

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
আশুলিয়ায় গাস পাইপের লিকেজ থেকে অগ্নিকাণ্ড

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় একটি গ্যাস পাইপ লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।



সোমবার (০৪ জানুয়ারি) সকালে আশুলিয়ার বাইপাইল আজমেরী প্লাজার সামনে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা আব্দুল হামিদ জানান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিতাসের এই গ্যাস সঞ্চালন লাইনে একটি লিকেজ রয়েছে। এর আগেও ওই লিকেজ থেকে চারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।