ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় বোনের বাড়িতে খুনি ঝন্টুর লাশ দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
চুয়াডাঙ্গায় বোনের বাড়িতে খুনি ঝন্টুর লাশ দাফন রাশেদুল ইসলাম ঝন্টু

চুয়াডাঙ্গা: কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতা হত্যা মামলায় ফাঁসির রায় কার্যকরের পর রাশেদুল ইসলাম ঝন্টুর লাশ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুরে দাফন করা হয়েছে।

শুক্রবার(০৮ জানুয়ারি) সকাল নয়টায় উজিরপুর গ্রামের রিয়াজুল জান্নাহ করবস্থানে দাফন করা হয়।

এর আগে উজিরপুর বায়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে স্থানীয় কাসেমুল উলুম মাদরাসার কারী আব্দুর রহমান নামাজে জানাজা পড়ান।

রাত তিনটা ২৫ মিনিটে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ প্রহরায় ঝন্টুর লাশ উজিরপুর গ্রামে নিয়ে আসা হয়। তার লাশ গ্রহণ করেন বড় ভাই মন্টু।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লিয়াকত হোসেন বাংলানিউজকে জানান, কুষ্টিয়ার নিজ গ্রামে ঝন্টুর কেউ না থাকায় চুয়াডাঙ্গার উজিরপুর গ্রামে তার বোনের বাড়িতে তার লাশ দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।