ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: বিশ্ব ইজতেমায় শুক্রবার (০৭ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। উত্তরা থেকে বোর্ডবাজার পর্যন্ত যানজটে ভোগান্তিতে পড়েছেন মুসল্লিসহ এ পথে যাতায়াতকারীরা।



মুসল্লিরা জানান, জুমার নামাজের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস, পিকআপ, লেগুনাসহ বিভিন্ন যানবাহনের জট লেগে যায়। এতে জুমার নামাজ আদায় শেষে বাড়ি ফিরতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

জানা যায়, মহাসড়কে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজট থাকায় অনেক মুসল্লি পায়ে হেঁটে নিজ গন্তব্যে ফিরছেন।

এদিকে যানজট নিরসনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। শেষ খবর পর্যন্ত বিকেল পৌনে ৪টার দিকে যানবাহন ধীর গতিতে চলছে।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, ইজতেমায় জুমার নামাজে মুসল্লিদের চাপ বেশি থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন হবে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুযারি ০৮, ২০১৬
আরএস/জেডএস

** ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়
** ইজতেমায় র‌্যাবের ৫ স্তরের নিরাপত্তা
** ইজতেমায় আরো ২ মুসল্লির মৃত্যু

** আমবয়ানে শুরু বিশ্ব ইজতেমার প্রথম ধাপ
** বিশ্ব ইজতেমা অভিমুখে মুসল্লিদের কাফেলা
** ইজতেমাস্থলে আরেক মুসল্লির মৃত্যু
** সরাইলে ইজতেমার বাস খাদে পড়ে নিহত ১
** ইজতেমাস্থলে মুসল্লির মৃত্যু
** ইজতেমার মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।