ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজ্ঞানমনস্ক প্রজন্ম কূপমণ্ডূকতা দূর করবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
বিজ্ঞানমনস্ক প্রজন্ম কূপমণ্ডূকতা দূর করবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিজ্ঞানমনস্ক প্রজন্ম সব ধরনের কূপমণ্ডূকতা, সাম্প্রদায়িক, কুসংস্কার ও ধর্মান্ধতার আবছায়া সরিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞান চর্চায় বাংলাদেশকে নেতৃত্ব দেবে তরুণরা।



বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও সমকালের যৌথ উদ্যোগে আয়োজিত দেশব্যাপী বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়ে এমন শপথ নিয়েছেন তারা।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অলিম্পিয়াডের মিডিয়া পার্টনার দেশের শীর্ষ নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

শীতের সকালে কুয়াশা ভেদ করে প্রতিযোগিতায় বিজ্ঞানের ভয়কে জয় করার লড়াইয়ে অংশ নেন কয়েক হাজার খুদে বিজ্ঞানী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সকালে রাজধানীর নটর ডেম কলেজে অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিজ্ঞান একাডেমির ফেলো, বাংলাদেশ অ্যাটোমিক এনার্জি রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান এবং বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৬-এর সমন্বয়ক অধ্যাপক ড. নঈম চৌধুরী।

উপস্থিত ছিলেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও ও সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ।

নটর ডেম কলেজ কেন্দ্রে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ প্রতিযোগী অংশ নেন।

অধ্যাপক নঈম চৌধুরী বলেন, খেলার মাঠে, হিমালয়ের পর্বত চূড়ায়, মাছ উৎপাদনে, জিডিপি প্রবৃদ্ধিসহ সর্বত্র এখন বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প শোনা যায়। বিজ্ঞানের ক্ষেত্রেও সত্যিকারের এসব গল্প বেশি বেশি শুনতে চাই। তাই তো খুদে বিজ্ঞানীদের ভেতরে লুকিয়ে থাকা সৃজনশীল ধারণার বিকাশ ঘটাতে বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।

বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজ্ঞান একাডেমির ফেলো অধ্যাপক কামালউদ্দিন আহমদ ও স্কুলের প্রধান শিক্ষক সুলতানা জাহান।

এ সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট (অর্থ) এইচ এম ইসহাক, সেন্ট গ্রেগরি হাই স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ, সমকালের জ্যেষ্ঠ সহ সম্পাদক হাসান জাকির, স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ কেন্দ্রে কলেজ পর্যায়ের বিজয়ীরা হলেন উদয়ন উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের শাহ ওমর সাকিব, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের রাহাত কবির ও তাসনিয়া আক্তার।

এছাড়া সেন্ট গ্রেগরি হাই স্কুলের আছিম বিন বকর, বখতিয়ার ফয়সাল হিমন ও মো. আতিকুল ইসলাম অভি স্কুল পর্বে বিজয়ী হয়েছেন।

সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিজ্ঞান একাডেমির ফেলো অধ্যাপক হাসিনা খান।

এ সময় উপস্থিত ছিলেন সেন্ট জোসেফ বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি থিউডোর পিউরিফিকেশন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখার ব্যবস্থাপক আবদুল হালিম প্রমুখ।

ঢাকা ইমপিরিয়াল কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির পরিচালক ড. এম এ মাজেদ।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ওয়ালী উল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বনশ্রী শাখার ম্যানেজার মনোয়ার হোসেন প্রমুখ।  

এখানে স্কুল শাখায় প্রথম স্থান অধিকার করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তানিম মুন্তাসির, দ্বিতীয় হয়েছেন রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের হুরুম মাকসুরা তোহ্ফা এবং তৃতীয় হয়েছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সৈয়দ ফারহান রশিদ।

কলেজ শাখায় নটর ডেম কলেজের মুহাম্মদ ইবনে জিয়াউদ্দিন প্রথম, দ্বিতীয় রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের সায়েক সজীব এবং নটর ডেম কলেজের ইমতিয়াজ ইবনে আজাদ তৃতীয় হয়েছেন।

ঢাকার মিরপুর শহীদ পুলিশ স্মৃতি কলেজ কেন্দ্রে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. আলী আসগর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতি অধ্যাপক মেসবাহ উদ্দিন।

জাবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল জলিল ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সমকালের বিশেষ প্রতিনিধি রাশেদ মেহেদী ও পদার্থবিজ্ঞানী অধ্যাপক এ এ মামুন।

এই কেন্দ্রে স্কুল শাখায় অমিয় কৃষ্ণমূর্তি সাহা, পূজা রানী পাল, মুশফিকুর রহমান, তানভির হক, সুদিষ্ট সরকার, সাইফ হোসেন, রাকিবুল হাসান, যুবায়ের যাদিদ, আর্জেদা বিনতে আনোয়ার, আতিয়া রহমান আর্তি, ইস্তিয়াক আহমেদ, এস এ সালেক আহমেদ, আল আমীন ওয়াজেদ, তাসনিম তামান্না ও এম ডি সোহানুর রহমান বিজয়ী হন।

আর কলেজ শাখা থেকে বিজয়ী হন- নাফিস নেহাল জালাল, কাজী আবদুর নূর, বনশ্রী সরকার, মো. আবদুল আহাদ, সৌরভ সাহা, ইশরাত জাহান এলিজা, ইশরাত জাহান, ইনাস জাহান ইমু, ফাতেমা ইয়াসমিন, সুদীপ্ত সাহা, হৃদয় চন্দ্র সরকার, কানিজ মাফরুহা জুঁই, মো. খাজা বাকী বিল্লাহ ও শিলা সরকার।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উদ্বোধনী অনুষ্ঠানে চুয়েটের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি ছিলেন।
এতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ফারুক-উজ-জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল আলম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাহাড়তলী চৌমুহনী শাখার ম্যানেজার মো. মহিউদ্দিন প্রমুখ।

প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে প্রথম হয়েছেন হাসান মাসুম। অন্য বিজয়ীরা হলেন-আদিত্য রায়, ইমতিয়াজ হিমু, জোবায়েদ হোসেন, তিথি রানী দাশ, ফাহমিদা আকতার, শারমিন আকতার, তাহমিন মোস্তফা, মো. তাবিদ বোখারি শাকিব ও আলী হায়দার।

কলেজ পর্যায়ে প্রথম হয়েছেন সুপান্ত বড়ুয়া। অন্য বিজয়ীরা হলেন-সাগর মুৎসুদ্দি, তানবীর ফারহান, সামিয়া আহমেদ, সৈয়দ সাইদুর রহমান, আসিফ চৌধুরী, মো. ফাহিম, তুষার শুভ্র বড়ূয়া, রাহুল কুমার সূত্রধর ও তানজিব হোসেন ইরফান।

সীতাকুণ্ডের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ দেলোয়ার হোসাইন।
পাবনার সরকারি অ্যাডওয়ার্ড কলেজে অলিম্পিয়াডে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার, উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ময়েন উদ্দিন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তানভীর আহমেদ।

বরিশালে ব্রজমোহন বিদ্যালয় ক্যাম্পাসে অলিম্পিয়াডের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।

সরকারি বরিশাল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সরদার নুরুল ইসলাম, ব্রজমোহন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, সমকালের বরিশাল ব্যুরোপ্রধান পুলক চ্যাটার্জি বিশেষ অতিথি ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিজ্ঞান অলিম্পিয়াডের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোকাদ্দেস আলী ভূঁইয়া।

বগুড়ায় বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস-উল আলম।

বগুড়া বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়ক প্রফেসর মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে বিকেলে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান একাডেমির প্রতিনিধি দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন, সরকারি আজিজুল হক কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ফারুক আহম্মেদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বগুড়া শাখার এসভিপি ও ম্যানেজার রেদওয়ানুল হক প্রমুখ।

সিলেটে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডে প্রধান অতিথি ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এসআইইউ) উপাচার্য  অধ্যাপক ড. সুশান্ত কুমার দাশ।

নগরীর শামীমাবাদে ইউনিভার্সিটি ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন স্কুল-কলেজের ৪৩০ জন শিক্ষার্থী অংশ নেন।

রাজশাহী বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দীন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের অধ্যক্ষ অধ্যাপক মো. আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হাবিবুর রহমান।
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন।

উপস্থিত ছিলেন বিজ্ঞান একাডেমির প্রতিনিধি ওই বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আবদুর রহিম খান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গোপালগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. আনোয়ারুল হক প্রমুখ।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির (আইআইইউসি) ফার্মাসি বিভাগের ডিন অধ্যাপক ড. মীর আজাহার হোসেন এবং কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মনিরুজ্জামান খান জাতীয় পতাকা ও বিজ্ঞান একাডেমির পতাকা উত্তোলন করেন।

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিজ্ঞান অলিম্পিয়াড। এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন।

বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এম আবদুল হালিম খান, বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়ক অধ্যাপক ড. আনোয়ারুল হক প্রমুখ।

এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, রাজধানীর তুরাগে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, খুলনা সরকারি মহিলা কলেজ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বান্দরবানের মাতামুহুরী ডিগ্রি কলেজ, মংলার দিগরাজ ডিগ্রি কলেজ, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুরের কারমাইকেল কলেজ, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ, নোয়াখালী সরকারি কলেজ ও টাঙ্গাইলের সরকারি সা'দত কলেজে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এমএ

** ‘বিজ্ঞান পড়েও বিজ্ঞান মনষ্ক হতে পারছি না’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।