ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইজতেমায় মৃতের সংখ্যা বেড়ে ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
ইজতেমায় মৃতের সংখ্যা বেড়ে ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে আসা মুসল্লিদের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে গিয়ে দাঁড়িয়েছে।

এর মধ্যে শনিবার (০৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে ইজতেমাস্থলেই মারা যান সিলেটের আলাউদ্দিন (৭০)।

একই দিন রাত ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে টঙ্গী সরকারি হাসপাতালে মারা যান নোয়াখালীর সুন্দরপুর গ্রামের মো. কালা মিয়ার ছেলে আবুল কালাম আজাদ (৬০)।

এর আগে বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রাতে বিভিন্ন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে দুইজন এবং ইজতেমায় যোগ দিতে আসার সময় সড়ক দুর্ঘটনায় এক মুসল্লির মৃত্যু হয়।

নিহতরা হলেন, সিলেটের গোপালগঞ্জ উপজেলার রনকালি এলাকার জয়নাল আবেদীন (৫৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার চকলাপাড় গ্রামের নূরুল ইসলাম (৭২) ও নাটোরের সিংড়া উপজেলার বটিয়া গ্রামের ফরিদ উদ্দিন (৬৫)।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।