ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কসবায় ১১৫ বোতল হুইস্কি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
কসবায় ১১৫ বোতল হুইস্কি জব্দ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ভারত-বাংলাদেশ সীমান্তের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাউৎখোলা এলাকায় অভিযান চালিয়ে ১১৫ বোতল হুইস্কি জব্দ করেছে বিজিবি।

রোববার (১০ জানুয়ারি) ভোর ৪টার দিকে ১২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের কসবা মঈনপুর বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) টহল দল এসব হুইস্কি জব্দ করে।



১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম জানান, মঈনপুর বিওপির হাবিলদার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ১১৫ বোতল হুইস্কি অাটক করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময় : ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।