ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
পার্বতীপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর(দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের রজনীগন্ধা মোড়ে যাত্রীবাহী বাস উল্টে ২০ ব্যক্তি আহত হয়েছেন।

রোববার(১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাছে রজনীগন্ধা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।



গুরুতর আহত পার্বতীপুর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মইনুল আরফানকে (৩১) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং চণ্ডিপুর গ্রামের নুরুল ইসলাম (৫০), পলাশবাড়ী ইউনিয়নের চকমুসা গ্রামের হাসেরনুর রহমান(৩৪), হাবড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের মনসুর আলী (৩৫) ও ভবানীপুরের আব্দুল আলিমকে (৫০) পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, সকালে যাত্রীবাহী একটি বাস(নম্বর: মৌলভীবাজার জ-১১-০০০২) পার্বতীপুর থেকে ফুলবাড়ী যাচ্ছিল। পথে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে রজনীগন্ধা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে উল্টে এ দুর্ঘটনা ঘটে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।