ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
রাজশাহীতে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে শোভাযাত্রা ও পিঠা উৎসবের মধ্য দিয়ে কালের কণ্ঠের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পত্রিকাটির রাজশাহী ব্যুরো অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এদিন সকালে মহানগরীর দড়িখরবনা এলাকার রাজশাহী অফিস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গ্রেটার রোড প্রদক্ষিণ করে পুনরায় কালের কণ্ঠ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে বেলা সাড়ে ১১টায় কেক কাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম জার্জিস কাদির খান, স্থানীয় দৈনিক সোনার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহী’র সম্পাদক আফজাল হোসেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, দৈনিক ইত্তেফাকের রাজশাহী ব্যুরো প্রধান আনিসুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম, রাবি প্রেস ক্লাবের সভাপতি বুলবুল আহমাদ ফাহিম, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান, রাজশাহী শাখা শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক হাবিবুর রহমান, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট শাহিনুল হক মুন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, আলোকচিত্রী সালাহ্ উদ্দিন, রাজশাহী শুভ সংঘের সহ-সভাপতি শফিক আজম, সাধারণ সম্পাদক ঈষিতা পারভীন, সাংগঠনিক সম্পাদক অমিত হাসান প্রমুখ।

অনুষ্ঠানে জার্জিস কাদির পত্রিকাটির ভূয়সী প্রশংসা করে বলেন, রাজশাহী অঞ্চলে দীর্ঘ ছয় বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে কালের কণ্ঠ পাঠকদের কাছে আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি তাদের কার্যক্রমের মাধ্যমে এ অঞ্চলের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি।

কেক কাটার পর পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে ভাপা পিঠা ও তেলের বিভিন্ন পিঠা পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।