ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ৪শ’ পিস ইয়াবাসহ আটক ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
চান্দিনায় ৪শ’ পিস ইয়াবাসহ আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা(কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় ৪শ’ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলমগীর(৫০) নামে এক বাসযাত্রীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকা থেকে তাকে আটক করা হয়।



আলমগীর ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ভূঁইঘর এলাকার কাশেম মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মহাসড়কে অভিযানকালে ঢাকাগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার জ্যাকেটের পকেট থেকে ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।