ঢাকা: বাংলাদেশ ও কানাডার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুই দেশের মানুষের সুবিধার জন্য এটা প্রয়োজন।
রোববার (১৭ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে কানাডার নবনিযুক্ত হাইকমিশনার বেনোইত-পিয়েরে লারামি (Benoit-Pierre Laramee) সৌজন্য সাক্ষাতে এলে এ কথা বলেন তিনি।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
শেখ হাসিনা বলেন, বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কানাডায় বসবাস করেন। তারা দুই দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।
কানাডার নবনির্বাচিত সরকারকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী জাস্টিন পিয়েরে জেম্স ট্রাডিও’র নেতৃত্বাধীন সময়ে বাংলাদেশ ও কানাডার সর্ম্পক নতুন উচ্চতায় পৌঁছাবে।
বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে কানাডা সরকারের অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
প্রত্যাশিত উন্নয়ন অর্জনে সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এ প্রসঙ্গে বেসরকারি ও স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে তার সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় তদারকি করতে সরকারের পরিদর্শক নিয়োগের কথা তুলে ধরেন।
গ্রামীন ও শহুরে মানুষের জীবনযাত্রার ব্যবধান কমে আসছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গ্রামে কর্মসংস্থান হচ্ছে। কাজের জন্য গ্রামের মানুষের শহরে আসা কমছে।
সমবায় পদ্ধতির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহিত করছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কানাডা সরকারের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের তাক লাগানো সাফল্যের প্রশংসা করে কানাডার নবনিযুক্ত হাইকমিশনার বেনোইত-পিয়েরে লারামি বলেন, বাংলাদেশ অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে।
নবনির্বাচিত কানাডার প্রধানমন্ত্রী নিরাপদ পরিবেশ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানান নতুন হাইকমিশনার।
তিনি বলেন, লিঙ্গ সমতা, স্বাস্থ্য খাতের মতো বিষয়গুলোতেও কাজ করতে আগ্রহী কানাডা।
বাংলাদেশকে জাতিসংঘ শান্তিরক্ষায় শীর্ষ নেতৃত্বস্থানীয় দেশ হিসেবে উল্লেখ করে কানাডার হাইকমিশনার বলেন, তার দেশ আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে গুরুত্ব দেয়।
বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি গোটা বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে বলেও উল্লেখ করেন বেনোইত-পিয়েরে লারামি। কূটনৈতিক এলাকার নিরাপত্তা নিশ্চিতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এমইউএম/এএসআর
** ‘পোশাকশিল্প নিয়ে চক্রান্ত মোকাবেলা করেছি’