ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ডাক পেয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা।
সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে গণভবনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদেরকে ডেকেছেন প্রধানমন্ত্রী।
বেতন কাঠামোর বিষয়ে সুনির্দিষ্টি দু’টি লিখিত প্রস্তাব রোববার (১৭ জানুয়ারি) শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনের কাছে দিয়েছেন ফেডারেশনের নেতারা।
বিকেলে সচিবালয়ে শিক্ষাসচিবের কাছে লিখিত প্রস্তাবনা জমা দেন ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।
ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বাংলানিউজকে বলেন, সপ্তম বেতন কাঠামোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গ্রেড-১ থেকে গ্রেড-৩ এ উন্নীত হওয়াসহ যে সুযোগ-সুবিধা পেয়ে আসতেন তা বহাল রাখার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়া গ্রেড-১ থেকে কিছু সংখ্যক শিক্ষককে সিনিয়র সচিবের পদমর্যাদা প্রদানের জন্যও প্রস্তাব করা হয়।
শিক্ষাসচিবের সঙ্গে আলোচনায় তরুণ শিক্ষকদের উচ্চতর শিক্ষার জন্য বৃত্তি চালু ও গবেষণার ব্যবস্থা করার জন্য প্রস্তাব করা হয়েছে বলেও জানান মাকসুদ কামাল।
শিক্ষকরা বলছেন, অষ্টম বেতন কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করায় শিক্ষকদের উচ্চতর স্কেলে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। পাশাপাশি অধ্যাপকদের পদ ‘অবনমন’ হয়েছে।
মর্যাদা ও বেতন প্রশ্নে বিভিন্ন পর্যায়ে আন্দোলনের পর গত ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করে আসছেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ক্লাস না হওয়ায় শিক্ষাজীবনের ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, তার সঙ্গে আলোচনা হলেই সমস্যা মিটে যাবে।
দাবি পূরণ হলে ক্ষতি কাটিয়ে উঠতে সাপ্তাহিক ছুটির দিনও ক্লাস নেওয়া হবে বলে জানান মাকসুদ কামাল।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এমআইএইচ/এএসআর
** বাংলাদেশ-কানাডা সরাসরি ফ্লাইট চালুতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
** ‘পোশাকশিল্প নিয়ে চক্রান্ত মোকাবেলা করেছি’