ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার হরিপুরের চাঁপাসা সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সীমান্তে চোরাচালান বন্ধ, মাদকদ্রব্যের ব্যবসা, অবৈধভাবে প্রবেশ ও নারী-শিশু পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করতে এ বৈঠকের আয়োজন করা হয়।



রোববার(১৭ জানুয়ারি) দুপুরে সীমান্তের ৩৪৭ এর ৪ এস পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে এ বৈঠক হয়।

বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন, দিনাজপুর ৪২ বিজিবির পরিচালক লে. কর্নেল আকতার ইকবাল ও কিশানগঞ্জ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল অজিত সিং।

এছাড়াও বিজিবির পক্ষে আরও ১৪ সদস্য ও বিএসএফের পক্ষে আরও ১৫ সদস্য উপস্থিত ছিলেন।

দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা ছাড়াও বিজিবি-বিএসএফের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষা ও চোরাচালান, নারী-শিশুপাচার রোধে বেশ কিছু সুপারিশমালা আলোচনায় উঠে আসে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।