ঢাকা: নারায়ণগঞ্জের পঞ্চবটিতে শিগগির নতুন টেলিফোন এক্সচেঞ্জ চালু করে গ্রাহকদের টেলিফোন সেবা দেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
রোববার (১৭ জানুয়ারি) বিটিসিএল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পঞ্চবটিতে টেলিফোন এক্সচেঞ্জে ত্রুটির কারণে গত ৯ জানুয়ারি থেকে এর আওতাধীন গ্রাহকদের টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
জাইকা প্রকল্পের মাধ্যমে নারায়ণগঞ্জের পঞ্চবটিতে ১৩০০ নম্বর ধারণক্ষমতা বিশিষ্ট আর-এ জি ডাব্লিউ এক্সচেঞ্জ স্থাপনের কাজ চলছে। আর নতুন এই এক্সচেঞ্জটি চালু করে সংশ্লিষ্ট গ্রাহকদের নতুন এক্সচেঞ্জের মাধ্যমে টেলিফোন সেবা দেওয়া সম্ভব হবে।
এ বিষয়ে গ্রাহকদের সহযোগিতা কামনা করে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিটিসিএল।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এমআইএইচ/আরএইচএস/এমএ