ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় মা-ছেলেসহ নিহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় মা-ছেলেসহ নিহত ৩ চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় মা-ছেলেসহ নিহত ৩-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়রামপুর শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করে বেশ কয়েকটি যানবাহন। এতে চুয়াডাঙ্গা-যশোর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দুই ঘণ্টা পর দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের জাহিদ (৩০), তার বোন নাসরিন ও শিশুপুত্র নামজল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দামুড়হুদা শহর থেকে বোন-ভাগ্নেকে নিয়ে মোটরসাইকেলে নিজ গ্রামে ফিরছিলেন জাহিদ। এ সময় জয়রামপুর শেখপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদ ও তার ভাগ্নে নামজুল নিহত হন। গুরুতর আহত নাসরিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় অজ্ঞাত আরও এক পথচারী গুরুতর আহত হন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুই ঘণ্টা পর চুয়াডাঙ্গা যশোর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।