ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঐক্য ন্যাপের বরিশাল জেলা সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
ঐক্য ন্যাপের বরিশাল জেলা সম্মেলন ঐক্য ন্যাপের বরিশাল জেলা সম্মেলন-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক গণতন্ত্র, জনগণের জীবন-জীবিকার নিরাপত্তাসহ শোষণ-বঞ্চনা, ঘুষ দুর্নীতি, খুন, ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ঐক্য ন্যাপের বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল: মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক গণতন্ত্র, জনগণের জীবন-জীবিকার নিরাপত্তাসহ শোষণ-বঞ্চনা, ঘুষ দুর্নীতি, খুন, ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ঐক্য ন্যাপের বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নগরের আশ্বিনী কুমার হলে বরিশাল জেলা ঐক্য ন্যাপের আয়োজনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।

এসময় সভায় আরও বক্তব্য রাখেন-প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এসএমএ সবুর, সামসূল আলম জুলফিকার, জেলা সম্পাদক মাস্টার নুরুল ইসলাম, খলিলুর রহমান ও নুরুল আমিন।

সম্মেলনের আগে নগরীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এমএস/আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।