ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
রূপগঞ্জে প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ রূপগঞ্জে প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০ জন শিশু প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০ জন শিশু প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) প্রতিবন্ধী শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের উত্তর খামারপাড়া এলাকায় রূপগঞ্জ ক্যাডেট হাই স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কম্বল বিতরণ করা হয়।

কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মতিন ভূঁইয়ার সভাপত্বিতে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কায়েতপাড়া ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।

এসময় সেখানে উপস্থিত ছিলেন-মৌসুমী নয়ন, আলতাফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল আউয়াল, হাজী ইয়ার হোসেন, রাজু হাসান আলেক, নবী হোসেন, মাসুন রানা ও সোহেল রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।