ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জঙ্গি আস্তানায় যাতায়াত ছিল সেলিমের, বাজার করতেন ফিরোজ

শেখ জাহাঙ্গীর আলম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
জঙ্গি আস্তানায় যাতায়াত ছিল সেলিমের, বাজার করতেন ফিরোজ

রাজধানীর দক্ষিনখানের আশকোনা এলাকার জঙ্গি আস্তানা সূর্যভিলায় মাঝে মধ্যেই আসা যাওয়া করতেন সেলিম।

ঢাকা: রাজধানীর দক্ষিনখানের আশকোনা এলাকার জঙ্গি আস্তানা সূর্যভিলায় মাঝে মধ্যেই আসা যাওয়া করতেন সেলিম।

আর ওই আস্তানার সদস্যদের জন্য নিয়মিত বাজার-সদাই করতেন ফিরোজ নামের আরও একজন।

এই ফিরোজ ওই বাসাতেই থাকতেন।

তবে অভিযানের আগে বাসা থেকে পালিয়ে যান তিনি।

আস্তানায় পুলিশি অভিযানে আত্মসমর্পণ করা জেবুন্নাহার শিলা ও তৃষা মনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা।

কাউন্টার টেরোরিজম সূত্র জানায়, প্রায়ই রাতের বেলা প্রাইভেটকার যোগে সেলিম নামের ওই ব্যক্তি আসতেন। সাংগঠনিক বৈঠক ও দাফতরিক কাজের বিষয়ে আলোচনা হতো সূর্যভিলার জঙ্গি আস্তানায়।

নব্য জেএমবি'র অন্যতম নেতা মাইনুল ইসলাম মুসা এ বাসাটি ভাড়া নিলেও তিনি এ বাসায় থাকতেন না। তবে প্রতি শুক্রবার মুসা আশকোনার এ আস্তানায় আসতেন।

মুসার অবর্তমানে সূর্যভিলা জঙ্গি আস্তানার অন্যান্য সদস্যদের দেখভাল ও বাজার সদাইয়ের কাজ করতেন ফিরোজ।

তারা দু’জনই নব্য জেএমবি’র সক্রিয় সদস্য বলে ধারণা করছেন তদন্তকারী কর্মকর্তারা।

জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলার এজাহারে ওই দুই ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

মামলায় ৮ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত তিন-চারজনকে আসামি করা হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইন ২০০৯, সংশোধনী ২০১৩ এর ৬(২)/৭/৮/৯/১০/১২/১৩ নং ধারায় রোববার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টায় মামলাটি দায়ের করা হয়।

নাম উল্লেখ করা আসামিরা হচ্ছেন- তৃষা মনি, জেবুন্নাহার শিলা, শাকিরা, আফিফ কাদেরী, মাইনুল ওরফে আবু মুসা, রাশেদুর রহমান ওরফে সুমন, মো. সেলিম ও মো. ফিরোজ।

তাদের মধ্যে তৃষা মনি ও জেবুন্নাহার শিলা শনিবার (২৪ ডিসেম্বর) আত্মসমর্পণ করেছেন। আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন শাকিরা। পুলিশি অভিযানের সময় নিহত হন আফিফ কাদেরী।

কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার (ডিসি) মহিবুল হক বাংলানিউজকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত তথ্য পাওযা যাবে।

পলাতক আসামি জঙ্গি মুসা ও সুমনসহ পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) মধ্যরাত থেকে ‘অপারেশন রিপল ২৪’ নামে ১৬ ঘণ্টার অভিযানে নিহত হন দুই জঙ্গি। তাদের মধ্যে নারী জঙ্গি আত্মঘাতী হামলায় নিহত হন শাকিরা। এছাড়া দুই শিশুসহ দুই নারী আত্মসমর্পণ করেন। আহত এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযানে ঘটনাস্থল থেকে ১৯টি গ্রেনেড, ৩টি পিস্তল ও ২টি সুইসাইডাল ভেস্টসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। পরে বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেডগুলো দিনভর দফায় দফায় নিস্ক্রিয় করে।

**দক্ষিণখানে আটক ২ নারী জঙ্গি ৭ দিনের রিমান্ডে

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬

এসজেএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।